ইউনিয়ন পরিষদের কার্যাবলীঃ
বাধ্যতা মুলক কার্যাবলীঃ
১। আইনশৃংখলা রক্ষা করা।
২। অপরাধ, বিশৃংখলাএবং চোরাচালান দমার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা।
৩। কৃষি , বৃক্ষ রোপন, মৎস্য ও পশু পালন,স্বাস্থ্য, কুটির শিল্প, সেচ যোগাযোগ।
৪। পরিবার পরিকল্পনা কার্যক্রমের প্রসার ঘটানো।
৫। স্থানীয় সম্পদের উন্নয়ন ঘটানো এবং তার ব্যবহার নিশ্চিত করা।
৬। জনগনের সম্পত্তি যথা- রাসত্মা, ব্রীজ, কালভভার্ট, বাধ, খাল, টেলিফোন, বিদ্যুৎ ইত্যাদি সংরক্ষণ করা।
৭। ইউনিয়ন পর্যায়ে অন্যান্য সংস্থার উন্নয়ন কার্যাবলী পর্যালোচনা করা এবং প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের নিকট এ বিষয়ে সুপারিশ করা।
৮। স্বাস্থ সম্মত পায়খানা ব্যবহারে জগগনকে উৎসাহ প্রদান করা।
৯। জন্ম-মৃত্যু, ভিক্ষুক ও দুস্থদের নিবন্ধন করা।
১০। সবধরনের সুমারী পরিচালনা করা।
ঐচ্ছিক কার্যাবলীঃ
১। সরকারী স্থান, উম্মুক্ত যায়গা, উদ্যান ও খেলার মাঠ এর ব্যবস্থা ও রক্ষনাবেক্ষণ।
২। সাধারণভাবে গাছ লাগানো ও সংরক্ষণ এবং বিশেষভাবে জনপথ, রাজপথ ও সরকারী যায়গায় গাছ লাগানো ও সংরক্ষণ।
৩। জনপথ, রাজপথ এবং সরকারী স্থান নিয়ন্ত্রন ও অনধিকার প্রবেশ রোধ করণ।
৪। ইউনিয়নের পরিচ্ছন্নতার জন্য নদী, বন ইত্যাদির তত্ত্বাবধান, স্বাস্থ্যকর ব্যবস্থার উৎকর্ষ সাধন এবং অন্যান্য ব্যবস্থা গ্রহণ।
৫। অপরাধমূলক ও বিপদজ্জনক ব্যবসা নিয়ন্ত্রনকরণ।
৬। খাবার পানির উৎস্য দুষিৎ করণ রোধের জন্য ব্যবস্থা গ্রহণ।
৭। মেলা ও প্রদর্শনীর আয়োজন।
৮। জসাধারনের উৎসব পালন।
৯। অগ্নি , বন্যা, শিলা বৃষ্টিসহ ঝড়, ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের তৎপরতার ব্যবস্থাকরণ।
১০। বিধবা , এতিম, গরীব ও দুস্থ ব্যক্তিদের সাহায্যকরণ।
১১। খেলা ধুলার উন্নতি সাধন।
১২। শিল্প ও সামাজিক উন্নয়ন, সমবায় আন্দোলন ও গ্রামীণ শিল্পের উন্নয়ন সাধন ও উৎসাহ দান।
১৩। পরিবেশ ব্যবস্থাপনার কাজ।
১৪। গবাদী পশুর খোয়াড় নিয়ন্ত্রণ ও রক্ষনাবেক্ষনের ব্যবস্থাককরণ।
১৫। প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থাকরণ।
১৬। গ্রণ্হগার ও পাঠাগারের ব্যবস্থাকরণ।
১৭। জেলা প্রশাসকের নির্দেশক্রমে শিক্ষার উন্নয়নে সাহায্যকরণ।
১৮। ইউনিয়নের বাসিন্দা বা পরিদর্শন কারীদের নিরাপত্তা, আরাম আয়েস বা সুযোগ সুবিধার জন্য প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা গ্রহণ।